যুব উন্নয়ন অধিদপ্তরের চাকরির নিয়োগ প্রকাশ। |
BD job news
যুব উন্নয়ন অধিদপ্তরের চাকরির নিয়োগ প্রকাশ।আসসালামুওয়ালাইকুম।আশা করি সবাই ভালো আছেন।যুব উন্নয়ন অধিদপ্তরের চাকরির নিয়োগ প্রকাশ করা হয়েছে।মোট ৭টি পদে ১৭৭ জনকে নিয়োগ করা হবে বলে উক্ত নিয়োগে বলা হয়েছে।
এটি একটি বিশাল সুযোগ
পদ গুলো হল:
১)ক্রেডিট সুপারভাইজার
এই পদে মোট ১৫০ জনকে নিয়োগ করা হবে বলে উক্ত নিয়োগে বলা হয়েছে।
বেতন:
১২৫০০-৩০২৩০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সম্মানের ডিগ্রী হতে হবে।
২)সাঁট লিপিকর কাম-কম্পিউটার অপরেটর:
এই পদে মোট ১ জনকে নিয়োগ করা হবে বলে উক্ত নিয়োগে বলা হয়েছে।
বেতন:
১১০০০-২৬৫৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সম্মানের সিজিপিএতে ডিগ্রী হতে হবে।কম্পিউটার চালানোর দক্ষতা ও সীট লিখতে প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।ই-মেইলে,ফ্যাক্স,ওয়ার্ড দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ লেখার মতো গতি থাকতে হবে।
৩)জুনিয়র প্রশিক্ষক(পোষাক):
এই পদে মোট ৫ জনকে নিয়োগ করা হবে বলে উক্ত নিয়োগে বলা হয়েছে।
বেতন:
১০২০০-২৪৬৮০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:
কোন স্বীকৃত উচ্চ মাধ্যমিক বা সমমানের পরিক্ষায় উত্তির্ন হতে হবে ও পোষাক তৈরি ট্রেডে প্রশিক্ষণের ১ বছরের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ থাকতে হবে।
৪)গাড়ী চালক:
এই পদে মোট ১ জনকে নিয়োগ করা হবে বলে উক্ত নিয়োগে বলা হয়েছে।
বেতন:
৯৭০০-২৩৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:
৮ম শ্রেনি পাশ।হাল্কা ও ভারী যানবাহন চালানো বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
৫)প্রদর্শক:
এই পদে মোট ১৪ জনকে নিয়োগ করা হবে বলে উক্ত নিয়োগে বলা হয়েছে।
বেতন:
৯৩০০-২২৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:
কোন স্বীকৃত উচ্চ মাধ্যমিক বা সমমানের পরিক্ষায় উত্তির্ন হতে হবে ও যুব উন্নয়ন অধিদপ্তরের যে কোন যুব প্রশিক্ষণের কেন্দ্র হতে গবাদিপশু ও হাস-মুরগী পালন,মৎ চাষ ও কৃষি বিষয়ক ২ মাসের কোর্সে “ক” গ্রেডে উর্তিন হতে হবে।
৬)মেকানিক হেল্পার:
এই পদে মোট ২ জনকে নিয়োগ করা হবে বলে উক্ত নিয়োগে বলা হয়েছে।
বেতন:
৯০০০-২১৮০০ টাকা।
৭)মৎস্য সহকারী:
এই পদে মোট ১ জনকে নিয়োগ করা হবে বলে উক্ত নিয়োগে বলা হয়েছে।
বেতন:
৮৮০০-২১৩১০ টাকা
বয়স সীমা:
30-10-2019 হইতে ১৮-৩০ বছর পর্যন্ত।
আবেদনের সময় সীমা:
30-10-2019 হইতে আবেদন শুরু হয়েছে এবং চলবে 21-11-2019 তারিখ বিকাল ৫ টা পর্যন্ত।
আরো বিস্তারিত জানতে নিচের লিংক হতে PDF file টি Download করুন।
আবেদনের জন্য নিচের লিংকটিতে যান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন