যে ভাবে PUBG এর login সমস্যা সমাধান করবেন || How to solve checking for update problem in PUBG |
যে ভাবে PUBG এর login সমস্যা সমাধান করবেন তার ৩ টি উপায়
বাংলাদেশ থেকে যারা PUBG খেলছেন তাদের বেশির ভাগ জনের একটা সমস্যা দেখা দিয়েছে।গেম শুরুতেই checking for update দেখায় তারপর আর কাজ করে না।সে বিষয়ে অনেক খোঁজর পর ৩ টি উপায় পাওয়া গেছে যেগুলো কার্যকরি ভাবে কাজ করতেছে
- প্রথমটি হল আপনাকে Resource Download করতে হবে।PUBG 2.07 MB এর একটি Resource দেয় সেটি Download করলে আপনা সমস্যা সম্পূর্ণ ভাবে সমাধান হয়ে যাবে আবার আপনি পূর্বের মতো গেম খেলতে পারবেন আর কোন সমস্যা হবে না।এর জন্য আপনাকে যে কোন একটি VPN Download করতে হবে।VPN এর জন্য আমার মতে Sky VPN ভালো হয়।তারপর আপনি USA server ঠিক করে নেন আর গেমে ঢোকেন।দেখবেন একটি Resource Download করতে বলছে।Download করবেন।এখন প্রথম বার গেমে USA server VPN দিয়েই খেলেন।পরেরবার যখন গেমে ঢুকবেন তখন আর VPN লাগবে না আপনি আগের মতো খেলতে পারবেন।
- দ্বিতীয়টি হল Internet Connection Off করে গেমে যাওয়া।আপনি যখন গেম Open করবেন তখন আপনি আপনার Wi-fi বা Internet Connection Off করে গেমে ঢুকবেন।যতক্ষন পর্যন্ত Facebook Login পেজ না আসে।Facebook Login পেজ এসে গেলে আপনার Wi-fi বা Internet Connection On করে Login করে নিন।আর কোন সমস্যা হবে না।
- তৃতীয়টি হল VPN ব্যবহার করা।এর জন্য Sky VPN সবচেয়ে ভালো হয়।আমি অনেক ধরনের VPN ব্যবহার করেছি কিন্তু তার ভিতর Sky VPN এর speed সবচেয়ে বেশি।তাই আপনি Sky VPN ব্যবহার করলে সবচেয়ে কম ping পাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন