What is new in update version of PUBG || PUBG তে কি কি নতুন আসছে |
যারা PUBG খেলেন তারা সবাই অবগত আছেন PUBG Update আসছে যা আগামীকাল বা ১৪ তারিখে পাওয়া যাবে।এই Update এর জন্য আপনাকে আপনার ফোনে কমপক্ষে ১.৯৫ GB Android আর ২.৫৫ GB iPhone ব্যবহার কারিদের জন্যে রাখতে হবেই।এটি সর্বপ্রথম Play Store ও Apple App Store পাওয়া যাবে।
শর্ত অনুযায়ী এই Update এ একটি নতুন mode আসবে যার নাম PUBG দিয়েছে infection mode.
এবং থাকছে এক নতুন ম্যাপ।
infection mode এ খেলোয়াড়েরা দুই ভাগে বিভক্ত হবে।কিছু হবে Zombie আর কিছু হবে স্বাভাবিক খেলোযার অর্থাৎ PUBG এর মতোই খেলতে পারবে।তারা গুলি ব্যবহার করতে পারবে।আর যারা Zombie তে পরিনত হবে তারা শুধু অগ্নিকান্ড করতে পারবে।কিন্তু তাদের কিছু ক্ষমতা থাকবে তারা ঠান্ডা হওয়ার পর ব্যবহার করতে পারবে।এই PVP mode এর আরো একটি ব্যাপারে জানার আছে।এখানে Zombie গুলো একে অপরকে Revive করতে পারবে।আবার যাদের মেরে ফেলবে Zombie গুলা তারাও Zombie তে পরিনত হবে।নির্দিষ্ট সময় পর যদি একটি খেলোয়ারো বেঁচে থাকে তবে খেলোয়াররা জিতে যাবে।
Character System:
শুরুতেই প্রত্যেক খেলোয়ার একটি করে Charecter পাবেন।Character skill শুধু মাত্র EvoGround এই কার্যকর হবে।Character টির দিয়ে পরিবর্তন করা যাবে পোষাক,কন্ঠ,emotes এবং MVP emotes.নতুন এই Character টির level বাড়ান আর যে কোন mode খেলে EXP বাড়ানো যাবে।আগে যেমন Evo,Zimbie,Academie mode এ কোন EXP দেয় নি কিন্তু এখন যে কোন mode খেললেই EXP বাড়বে।
Level V এবং নতুন কিছু পুরষ্কার যোগ করা হয়েছে Achievement এর জন্য:
Battle-Hardened V:Reach Ace. Fun Times V: Complete 800 matches in Arcade.Classic Lover V: Complete 1000 matches in Classic. Evo Tactician I-V: Complete 5/20/50/100/200 matches in EvoGround. Perseverance V: Log in consecutively for 60 days. Assault Mastery V: Kill 2000 enemies with Assault Rifles. Sniper Mastery V: Kill 1000 enemies with Sniper Rifles. Shotgun Mastery V: Kill 1000 enemies with Shotguns. SMG Mastery V: Kill 2000 enemies with SMG. Melee Mastery V: Kill 200 enemies with Melee. Pistol Mastery V: Kill 200 enemies with Pistols. Deathbringer V: Kill 2000 enemies. Skull Collector V: 200 Kill enemies with headshots.
Field Medic V: Revive teammates 500 times. Predator V: Kill 20 enemies in a single Classic match. Chicken Bucket V: Win 50 matches. PUBG Elite V: Earn 555 SSS rating. Epic Find V: Earn 100 different permanent outfits(Legendary). Mythic Fashion I-V: Earn 1/5/10/20/50 different permanent outfits(Mythic). Social Butterfly V: Reach 120 in-game friends. Brothers in Arms V: Team up with friends 1000 times. Santa Claus V: Gift an item to a friend 100 times. Center of Attention V: Earn 600 LIKEs. Happy Training V: Complete 1000 Clan Trainings. Shopaholic V: Spend 1000000BP. Perfectionist V: Reach the highest Royale Pass rank for 6 seasons in a row. Bounty Hunter V: Complete 1000 Royale Pass missions. Open Sesame V: Open 100 Royale Pass Elite Crates. Unique Destiny: Earn 6000 Achievement points.
Battlefield:
Complete any 2/4/6 of the following achievements:
Assault Mastery V, Sniper Mastery V, Shotgun Mastery V, SMG Mastery V, Melee Mastery V, Pistol Mastery V.
Assault Mastery V, Sniper Mastery V, Shotgun Mastery V, SMG Mastery V, Melee Mastery V, Pistol Mastery V.
আর কিছু bug এবং improvement করা হয়েছে।তার মাঝে আছে।গাড়ি আর Gun selection এ improvement করেছে।খেলোয়াড়গণ এখন প্রধান মেনুতে হেলমেট এবং ব্যাকপ্যাকগুলি দেখানোর জন্য choose করতে পারেন। Gun,Helpmate,Glaess, মুখের জিনিসপত্র এবং ব্যাকপ্যাকগুলি দেখলে জুম বাড়ানোর জন্য নতুন জুম বৈশিষ্ট্য যুক্ত করা হয়।
পোশাকের পরিবর্তন করা হয়েছে।একজন outfit সাজানোর পর সেটি confirm এর পর outfit যোগ হবে।
হতো বা এই version এ বাংলাদেশের server problem ঠিক হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন