how-to-download-facebook-and-youtube-video |
কিভাবে Facebook ও YouTube ভিডিও Download করবেন মাত্র একটি APP দিয়ে।আসসালামুয়াইকুম।আশা করি সবাই ভালো আছেন।আজ আমি আপনাদের জানাবো কিভাবে Facebook ও YouTube ভিডিও Download করবেন।
তো প্রথমেই বলে রাখি এর জন্য কি কি লাগবে।
১. Android Phone
২. TubeMate নামের একটি APP
তো চলুন জানা যাক কিভাবে কাজটি করবেন।প্রথমেই কি ভাবে ফেসবুক ভিডিও ডাউনলোড করবেন সেই ব্যাপারে বলি।আমরা সাধারণত Facebook App বা Facebook lite ব্যবহার করে থাকি।এখনে যে ভিডিওটি আপনার পছন্দ হয় সেই ভিডিওটিতে প্রথমে ক্লিক করবেন।এরপর এরকম আসবে এবং কমলা রঙের গোল দাগ দেয়া অংশে ক্লিক করবেন।
how-to-download-facebook-and-youtube-video |
ওখানে ক্লিক দিলে এমন আসবে এবং সবার শেষে দেয়া আছে Copy link ওখানে ক্লিক করতে হবে এতে লিংকটি কপি হয়ে যাবে।
এটি Facebook lite App এর ক্ষেত্রে।বড় Facebook App এর ক্ষেত্রেও একই রকম।
ক্লিক করলে এরকম আসবে
এবং লিংকটি কপি করতে হবে।এরপর আপনাকে TubeMate App এ যেতে হবে।
App Open করার পর যেখানে লিংক লেখা হয় সেখানে প্রথমে এটি ক্লিক করতে হবে।যখন কিবোর্ড আসবে তারপর আপনাকে যেখানে লিংক লিখতে হয় সেখানে চেপে ধরে থাকতে হবে।তখন এমন কিছু Option আসবে
এখন Paste লেখা চাপ দিতে হবে।এরপর কিবোর্ডের Enter নিহ্নে ক্লিক করতে হবে।
এরপর এরকম একটি পেজ আসবে।ভিডিওটির পাসের লাল তীরটিতে ক্লিক করতে হবে।
তারপর আবার এরকম একটি পেজ আসবে এবং
ভিডিওটির Regulation ঠিক করে গোল দেয়া চিহ্নটিতে চাপ দিলেই Download শুরু হবে।
এটাই অনেক বড় হয়ে গেলো তাই Youtube Download এর বিষয়টি পরে জানানো যাবে।
কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন