Google adsense পাওয়ার উপায় || Easy way to get Google Adsense for Websites |
Google adsense।আসসালামুয়াইকুম।আশা করি সবাই ভালো আছেন।তো আজকের বিষয় Google adsense।কিভাবে সহজে Google adsense পাওয়া যায়।Google adsense পাওয়ার জন্য কমপক্ষে কতো গুলো পোষ্ট থাকা লাগবে।Google adsense পেতে হলে কি কি করা যাবে আর কি কি করা যাবে না।যারা বাংলা বোঝেন না তাদের জন্য বলে রাখি।Who are not understanding my language please make it English by Google translator.তো তাহলে শুরু করি।কিভাবে সহজে Google adsense পাওয়া যায়।পুরোপুরি ভাবে পড়লে আমি আশা করি ১০০% Google adsense পেয়ে যাবেন।আমিও বেশি দিন হলো পাই নাই মাত্র ৮-৯ হলো পাইছি।
১)কিভাবে সহজে Google adsense পাওয়া জন্য কি কি করা লাগবে আপনার website টিতে।
আমি ব্লোগে পাইছি।তাই সেই ভিত্তিতেই বললাম।প্রথমেই যা করতে হবে আপনাকে একটি সুন্দর নামের website বানাই ফেলতে হবে।ধরেন আপনার নাম দিয়ে আপনি ব্লোগ খুললেন আর Google adsense পেয়েও গেলেন। কিন্তু Google তো কেউ আপনার নাম দিয়ে সার্চ দিবে না।তখন traffic না আসায় এতো দিনের খাটনি করে পাওয়া Google adsense এর ads limit করবে।তো তাহলে আপনাকে একটা সুন্দর নামের website বানাতে হবে।
সাইটটি বানানোর পর আপনাকে সুন্দর একটা template নিয়ে নিতে হবে।যেটায় আপনার সাইটি সুন্দর দেখায়।অথবা ব্লোগের যে theme গুলো আছে সেগুলোও আপনি ব্যবহার করতে পারবেন।আর যদি মনে করেন যে আমার সাইটে যে theme টি আছে এইটা আপনার কাছে ভালো লাগে বা আপনি ব্যবহার করতে চাচ্ছেন তাহলে নিচে কমেন্ট করে জানাবেন আমি দিয়ে দিব।Theme এর ভিতর কিছু keyword বসাই ফেলেন কারন কাজে লাগবে।এখন আপনার সাইট তৈরি হয়ে গেছে POST করার জন্য।
২)কি ধরনের পোষ্ট করবেন না Google adsense পাওয়া জন্য।
আপনি যে ধরনের পোষ্ট না করবেন Google adsense তার মাঝে আছে।
১)কখনোই মাদক দ্রব্য কথা আসে এমন পোষ্ট করবেন না।
২)কখনো ভুতের ছবি পোষ্ট করবেন না।(যতক্ষন পর্যন্ত Google adsense না পাওয়া যায়)
৩)Copy post করবেন না।(কপি পোষ্ট করলেও কমপক্ষে ৪০% edit করতে হবে পোষ্টটি।
৪)আর গুগোল থেকে ছবি Download করার পর তা এডিট করে দিন।
৫)YouTube,Facebook Video Download trick এই পোষ্ট করবেন না।
৬)ভুল বা অপ্রসাঙ্গিক কথা বা পোষ্ট এর ভিতর গালি দেয়া এমন পোষ্ট করবেন না।
৭)অ্যাফিলিয়েট করেন এমন সাইটেও ads পাবেন না।
আশা করি এগুলা মেনে পোষ্ট করলেই পোষ্ট গুলো Google adsense এর জন্য হবে।
৩)কতো গুলো পোষ্ট লাগবে Google adsense apply করতে।
এক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দিবো কমপক্ষে ১৫-২০ টি পোষ্ট করতে।আমি যখন Google adsense পেয়েছি তখন আমার সাইটে ২৩ টি পোষ্ট ছিলো।
তবে ১৫ টি পোষ্ট করবেন সেগুলো কমপক্ষে ৩০০ শব্দের হতে হবেই।আসে কি বিষয়ে লিখছেন তা যেন ভালো ভাবে বোঝা যায়।
৩)আপনাকে SEO করতেই হবে।
Google adsense এর একটা পলিসি আছে যে আপনাকে SEO করতেই হবে কারন গুগল সেই সকল সাইটকে ads দেয় না যাদের হটাৎ করে ট্রাফিক আসে কিন্তু পরে আসে না।অনেকেই কথাটা বুঝতে পারেননি।
উদাহরণ:
ধরনের আপনি একটা ওয়েবসাইট একটা Popular সাইটে Comment করেছে।দেখা গেলো সেদিন প্রচুর ট্রাফিক আসলো কিন্তু পরের দিন আসলো না এরকম সাইটে গুগল ads দেয় না।
উদাহরণ ২:
আপনি কোন bot সাইটের দ্বারা প্রচুর ট্রাফিক নিয়ে আসতেছেন।এমন সাইটেও ads দেয় না গুগল।
তবে যদি আপনি Social media থেকে ট্রাফিক নিয়ে আসেন সেখানে কোন সমস্যা নাই।কিন্তু SEO করতেই হবে।
SEO করার পর কিছুদিন অপেক্ষা করতে হবে যেন Webmaster tools এ কিছু keyword পাওয়া যায়।
আর একটা কথা বলে রাখি Google adsense apply করার পর Review মানুষ করে তাই তাদের নিয়ম ভাঙ্গার চেষ্টা করবেন না।
কোন সমস্যা হলে Comment করে জানাবেন চেষ্টা করবো সমস্যা সমাধানের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন