বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

Alpha.net.bd সাইট থেকে নেয়া Castom Domain Review

Alpha.net.bd সাইট থেকে নেয়া Castom Domain Review
Alpha.net.bd সাইট থেকে নেয়া Castom Domain Review  

আসসালামুয়াইকুম।
আশা করি সবাই ভালো আছেন।অনেকেই Custom Domain কেনার কথা ভাবেন যারা ব্লগারের কাজ করতে Custom Domain কেনার আগে কিছু কথা মাথায় রাখবেন।যারা অন্যদেশ থেকে কেনে তারা সাধারণত Godady Weebly বা Google থেকে কেনে।তারা আমরা যারা আছি অর্থাৎ যাদের কোন মাস্টার কার্ড নাই তারা দেশের বিভিন্ন সাইট থেকেই কিনে থাকি।আমিও কিনেছি আমার Custom Domain। Custom Domain কিনতে গিয়ে যে সমস্যায় পরেছিলাম তার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে তুলে ধরছি।আমি প্রথমেই Facebook Group ঘেটে বুঝে দেখলাম alpha.net.bd সাইটটির থেকে Custom Domain নেয়া হয়তো অনেক সহজ ও সাশ্রয়ী হবে।তাই alpha.net.bd থেকে একটা Custom Domain নেই।
Alpha.net.bd সাইট থেকে নেয়া Castom Domain Review
Alpha.net.bd সাইট থেকে নেয়া Castom Domain Review  

দাম হল সর্বমোট ১৩০ টাকা আগেই বলি আমি .xyz এর Custom Domain নিয়েছিলাম।কথা মতো বিকাশ বিল পে করলাম।কিনছিলাম দুপুরে সন্ধায় যখন কাজ করতে যাই দেখি Custom Domain ট্রাসফার্ড।রাতে ওদের হট লাইনে ফোন দিলাম।রাতে ফোন ধরলো না তাই টিকেট দিয়ে একটা মেসেজ করে রাখলাম।১২ টার দিকে দেখলাম Custom Domain টা Active।ভাব লাম কাজ তাহলে হইছে এখন কাজ শুরু করি।আমার সাইট blogger.com এ হওয়া ওদের থেকে nameserver গুলো চাইলাম অবাক করা বিষয় হল তাদের হেল্প লাইনকে বললে তারা সে বিষয়ে কিছুই জানে না।আবার Cname লাগানো যায় না।শেষ মেস ওদের থেকে Domain নিতেই পারলাম না।অন্য একটা সাইট থেকে নিলাম।শুধু আমার ১৩০ টাকা নষ্ট।এই পোষ্ট এর করান হচ্ছে আপনি যেখান থেকেই নেন কিন্তু alpha.net.bd থেকে নিবেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

.