শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯

কিভাবে ফেসবুক থেকে আয় করবেন || How to earn from Facebook

কিভাবে ফেসবুক থেকে আয় করবেন  || How to earn from Facebook
কিভাবে ফেসবুক থেকে আয় করবেন  || How to earn from Facebook

কিভাবে ফেসবুক থেকে আয় করবেন  || How to earn from Facebook


আসসালামুয়ালাইকুম

আশা করি সবাই ভালো আছেন।আজ আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করবো।তার আগে বলে রাখি যে বিষয় গুলো নিয়ে বলবো সেগুলো হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না।যারা জানেন তাদেরকে বিরক্ত করার জন্যে আমি আন্তরিক ভাবে দুঃখিত।

তো এবার আসল বিষয়ে আসা যাক।আজ আমি আপনাদের সাথে Facebook Earning সমন্ধে কথা বলতে যাচ্ছি।কিভাবে ফেসবুক থেকে আয় করবেন  || How to earn from Facebook. আমরা অনেকেই শুনে থাকি যে ফেসবুক থেকে নাকি আয় করা যায়।হুম কথাটা একদম সত্যি।অনেক জন অনেক উপায়ে আয় করতেছে কিন্তু আমি আজ আপনাদের দুইটি রাস্তা বলবো।
প্রথমটি হচ্ছে facebook পেজ monetizing
আর দ্বিতীয়টি হচ্ছে facebook page,Instant Article নামের একটি পদ্ধতি।

তো এখন আমি প্রথম বিষয়টি নিয়ে কথা বলি।facebook page monetization হচ্ছে একটি উপার যার মাধ্যমে facebook এর সাথে আপনি partner হতে পারবেন।ধরেন আপনি একটা ভিডিও বানালেন এবং সেটা আপনার পেজে ছেড়ে দিলেন।আর সেখানে ওনেক ভিউ হল।অনেক সময় দেখবেন video টি দেখার সময় নিচে বা video চলাকালিন কিছু ads আসে।ads গুলোর জন্য facebook টাকা নেয়।তো আপনার ভিডিওতে যদি ads দেখায় সেক্ষেত্রে আপনিও টাকা পাবেন।তো এইটার জন্যেই facebook page monetization নিয়ে আসেছে।

কিন্তু আপনি একটি পেজ খুললেন আর monetization করলেন এমনটা সম্ভব নয়।
facebook page monetization এর কিছু নিয়ম কানুন fecebook কতৃপক্ষ করে দিয়েছে।

নিয়মগুলো হলো :-

১.আপনার পেজে কমপক্ষে ১০০০০ follower থাকা লাগবে।
২.আপনাকে আপনার পেজে ভিডিও upload করতে হবে।কারন facebook শুধু আপনার ভিডিও উপর টাকা দেয়।ধরেন আপনি একটা video upload করলেন এবং সেখানে প্রচুর ভিউ হল সেখান থেকে আপনি টাকা পাবেন।কিছুটা YouTube Channel Monetization এর মতো ব্যাপারটা।পোষ্টের জন্য আপনি টাকা পাবেন না।
৩.আপনার পেজে Published করা সকল ভিডিও মিলে দুই মাসের মাঝে কমপক্ষে ৩০০০০ হাজার বার ১ মিনিটের ভিউ হতে হবে তার পর আপনার পেজটি Monetization Enable হবে।উদাহরণ স্বরুপ আপনার পেজে আপনি ১০ টা ভিডিও upload করেছেন।কোন ভিডিওতে ১ মিনিট সময় নিয়ে দেখেছেন এমন ভিউ হয়েছে ১ হাজার আবার কোনটিতে ১ মিনিট সময় নিয়ে দেখেছেন এমন ভিউ হয়েছে ১০ হাজার।এভাবে সবগুলো ভিডিও মিলে দুই মাসের মাঝে ৩০০০০ হাজার ভিউ হয় তবে আপনি facebook page Monetization enable পাবেন।
৪.যে video টি আপনি upload করেছে সেটি কপিরাইট হওয়া যাবে না।(কিভাবে edit করলে আপনার ভিডিও YouTube ও Facebook এ কপি রাইট ধরতে পারবে না সে বিষয়ে আমি কিছু ট্রিক পরের একটা পোষ্টে শেয়ার করবো)


তো আজ এ পর্যন্ত থাক পরের পোষ্টে জানাই দিবো কিভাবে আপনি  Facebook instant article ব্যবহার করবেন।তবে facebook instant article এর জন্যেও পেজের প্রয়োজন অবশ্যই লাগবে।

যদি কোথাও পড়ে বুঝতে সমস্যা হয় তবে নিচে কমেন্ট করবেন।আমি চেষ্টা করবো কমেন্টের উত্তর দিয়ে সঠিক ভাবে উপস্থাপনের জন্য যেন আপনি বুঝতে পারেন।আর অন্য কোন বিষয়ে জানার থাকলেও কমেন্ট করেন।

ধন্যবাদ







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

.