সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

Android ডিভাইসের নতুন ভাইরাস xHelper

Android ডিভাইসের নতুন ভাইরাস xHelperb
Android ডিভাইসের নতুন ভাইরাস xHelper
Android Mobile Malware Virus Attack
নতুন একটি ম্যালওয়্যার ভাইরাস দিয়ে প্রায় ৪৫ হাজার অ্যান্ড্রয়েড মোবাইল আক্রান্ত হয়েছে।এই Malware টির নাম হচ্ছে xHelper।এটি একটি App যা প্রতিনিয়ত কিছু বিরক্তিকর Notification পাঠিয়ে থাকে।মাঝে মাঝে স্ক্রিনে চাপ দিতেই pop-up window বের করে দেয়।এইটি গত ছয় মাস ব্যবহারকারীদের বিরক্ত করছে।xHelper এমন একটি App যা hard reset দিয়েও ধ্বংস করা যাচ্ছে না।এটি একাই পুনরায় Reinstall হয়। 

এই xHelper virus টি প্রথমে দেখা যায় মার্চ মাসে।পরবর্তীতে আগষ্ট মাসেই এইটি প্রায় ৩২০০০ ডিভাইরকে আক্রমণ করেছে।বর্তমানে প্রায় ৪৫০০০ হাজার অ্যান্ড্রয়েড মোবাইল আক্রান্ত করেছে এই App টি।এখনো দিনে প্রায় ১৩১ টি ডিভাইসকে নতুন করে আক্রান্ত করছে এই xHelper virus।গড় হিসেবে দেখা যায় প্রতিমাসে প্রায় ২৪০০ টি ডিভাইসকে আক্রান্ত করছে।তাদের মধ্যে ভারত,US,রাসিয়ায় বেশি হচ্ছে।
Android ডিভাইসের নতুন ভাইরাস xHelper
Android ডিভাইসের নতুন ভাইরাস xHelper
xHelper App টি যে ভাবে আপনার মোবাইলকে আক্রান্ত করতে পারবে।
আমরা ইন্টারনেটে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজিং করে থাকি।তাদের মাঝে কিছু কিছু ওয়েবসাইট সাইট থেকে pop-up window বের হয়ে যায়।দেখায় এই App বা ওই App Download করুন।অনেক সময় ভুল বসত আমরা করেও ফেলি।আবার অনেক সময় দেখা যায় কোন ওয়েবসাইট সাইট থেকে pop-up website রের হওয়ার সাথে সাথেই background ভাবে app ডাইনলোড  হওয়া শুরু হয়ে যায়।এই ধরনের ওয়েবসাইট এর মাধ্যমেই এইটি আপনার ফোন ঢুকে পরে এবং প্রথমরার install হওয়ার জন্য permisson চায় হয়তো সেটাও আমরা দিয়ে থাকি।তারপরেই শুরু করে সমস্যা Internet Connection দেয়ার সাথে সাথেই বিভিন্ন app এর নোটিফিকেশন দেয়।এরা আপনার ডিভাইসের কোন ক্ষতি করবে না তবে আপনার ডিভাইসের থাকা আপনার বেক্তিগত তথ্য চুরি করতে পারে।   
Android ডিভাইসের নতুন ভাইরাস xHelper
Android ডিভাইসের নতুন ভাইরাস xHelper
এখন কি ভাবে এটির হাত থেকে রক্ষা পাওয়া যায়
১)আপনি যদি নতুন ইউজার হন তবে Play store এর বাহিরে থেকে App Download না করাই ভালো।
২)browsing এর সময় pop up window open হলে নোটিফিকেশন বারটি নামিয়ে দেখেনিন কোন App ডাউনলোড হচ্ছে কি না যদি হয় তবে cencel করেন।তবে অবশ্যই যদি আপনি কোন নিজের প্রয়োজনে কোন ফাইল ডাউনলোড দেন তবে তা cencel করবেন না 
৩)Browsing এর ক্ষেত্রে Chrome ব্যবহার করে safe
৪)না বুঝে কোন কিছু Install করবেন না।

এগুলো বিষয় খেয়াল রাখলেই আসা করি আপনি উক্ত সমস্যা থেকে মুক্ত থাকবেন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

.