Xiaomi Redmi 9 active 6GB/128GB |
Xiaomi Redmi 9 active 6GB/128GB একটি দারুণ ফোন।
শাওমি গতো নভেম্বর সীমিত বাজেটের ভিতর একটি দারুণ মোবাইল নিয়ে আসেছে। মোবাইলটির কিছু অনেক সুন্দর ফিচার রয়েছে।
মোবাইলটিতে ৩জি/4জি সুবিধা রয়েছে।
প্রসেসর:
Xiaomi Redmi 9 active মোবাইলটির প্রসেসর তুলনামূলক ভাবে একটু খারাপ। এটিতে ব্যবহার করা হয়েছে Helio G35 Octa-core প্রসেসর। Helio G35 Octa-core প্রসেসরটি তুলনামূলক ভাবে একটু খারাপ। Snapdragon 460 প্রসেসর এর থেকেও একটু দূর্বল। AnTuTu Benchmark এ প্রসেসরটি পায় 108785 মার্ক অপর দিকে Snapdragon 460 প্রসেসরটি পায় 108785। তবে সাধারণত ব্যবহারকারীরা খুব বেশি সমস্যা বোধ করবেন না, বিশেষ করে যারা Game কম খেলেন বা খেলেন না তাদের জন্য এই প্রসেসরটি তেমন কোন সমস্যা করবে না। তারা অনেক সুন্দর ভাবেই ফোনটি ব্যবহার করতে পারবেন।
ডিসপ্লে:
Xiaomi Redmi 9 active মোবাইলটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে HD+ ডিসপ্লে। মোবাইলটির ডিসপ্লে সাইজ 16.58cm(6.53")। মোবাইলটির ডিসপ্লে রেজুলেশন 720 x 1600 পিক্সেল। ডিসপ্লেটির ঘনত্ব 269 ppi। ফোনটির ডিসপ্লে অনেকটাই ভালো মানের। যারা ভিডিও/মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো মানের।
র্যাম/রোম:
Xiaomi Redmi 9 active মোবাইলটি দুই ধরনের পাওয়া যায়। 4/64 GB ও 6/128 GB। দুইটিই অফিসিয়াল ভার্সনে পাওয়া যায়। আমি আপনাদের পরামর্শ দিবো ৬/১২৮ জিবি।যেহুতু প্রসেসর একটু খারাপ তাই ৬/১২৮ অনেকটা ভালো হবে।
ক্যামেরা:
Xiaomi Redmi 9 active মোবাইলটি দুই ক্যামেরা বিশিষ্ট পিছনে ক্যামেরা। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 13 MP ক্যামেরা। অন্য ক্যামেরাটি 2 MP। Xiaomi Redmi 9 এ ব্যবহার করা হয়েছে 13MP OmniVision OV13B10 ক্যামেরা। হয়তো Xiaomi Redmi 9 active একই ক্যামেরা ব্যবহার হয়েছে। Sony Camera সবচেয়ে ভালো মানের মোবাইলের জন্য।
সামন ক্যামেরা 5 MP।
ব্যাটারি:
Xiaomi Redmi 9 active মোবাইলটিতে ৫০০০mAh ব্যাটারি রয়েছে। মোবাইলটিতে ১০ ওয়াটের চার্যার ব্যবহার করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন