সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

বাজারে আসছে নতুন Oppo Find X5 Pro

Oppo Find X5 Pro
Oppo Find X5 Pro


Oppo Find X5 Pro নামের একটি অসাধারণ ও দুর্দান্ত ফ্লাকসিপ মোবাইল নিয়ে আসতে যাচ্ছে। মোবাইলটির রয়েছে কিছু অসাধারণ ফিচার।


প্রসেসর:

Oppo Find X5 Pro মোবাইলটির প্রসেসর হবে Snapdragon এর নতুন সংস্করণের প্রসেসর। GSMArena এর তথ্য মতে প্রসেসরটি Qualcomm SM8450 Snapdragon 8 Gen 1। এই প্রসেসরটি আকারে ৪ নেনোমিটার। সুতরাং মোবাইলটি তুলনামূলক কম গরম হবে এবং কম চার্জ প্রয়োজন হবে।

প্রসেসরটি MEDIAtek Dimensity 9000 এর তুলনায় একটু খারাপ। AnTuTu Benchmark এ প্রসেসর দুইটির প্রপ্ত পারফরম্যান্স স্কোর যথাক্রমে 1001817 ও 1012165। তবে দুই প্রসেসরেই অনেক ভালো মানের।


GPU:

Oppo Find X5 Pro মোবাইলটির GPU হবে Adreno 730।


মেমোরি:

Oppo Find X5 Pro মোবাইলটির ইন্টারনাল স্টেরোজ থাকবে 256 গিগাবাইট এবং মোবাইলটির র‍্যাম হবে 12 গিগাবাইট। মোবাইলটিতে কোন এক্সারনাল মেমোরি ব্যবহার করা যাবে না।


ক্যামেরা:

Oppo Find X5 Pro মোবাইলটির পিছনে তিন লেন্স বিশিষ্ট ৩টি ৫০+৫০+১৩ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মোবাইলটির ক্যামেরা ৫x অপটিকেল জুম লেন্স ব্যবহার করা হয়েছে।মোবাইলটি দিয়ে 4K@30/60fps ও 1080p@30/60/240fps ভিডিও ধারণা করা যাবে। এছাড়াও রয়েছে gyro-EIS সেন্সর।


সামন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।


ডিসপ্লে:

Oppo Find X5 Pro মোবাইলটির ডিসপ্লেটিতে কিছু অসাধারণ টেকনোলজি ব্যবহার করা হয়েছে। মোবাইলটির ডিসপ্লেতে LTPO 2 AMOLED টেকনোলজিস দেয়া হয়েছে। এছাড়া রয়েছে HDR10+। ৩ডি ভিডিও দেখতে পাবে ব্যবহারকারীরা। মোবাইলটিতে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে দেয়া হয়েছে। মোবাইলটির ডিসপ্লে রেজুলেশন 1440 x 3216 পিক্সেল ডিসপ্লে ঘনত্ব 526 ppi।


ব্যাটারি:

Oppo Find X5 Pro মোবাইলটিতে ৫০০০mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অনেক মনে ব্যবহার করা ব্যাটারিটি মোবাইলটির দূর্বলতা হতে পারে।

মোবাইলতে Fast change ব্যবস্থা রাখা হয়েছে। ৮০ ওয়াট চার্জার ব্যবহার করা হয়েছে। এছাড়া wireless চার্জিং(৫০ ওয়াট) ব্যবস্থা রয়েছে।


অন্যান্য:

Oppo Find X5 Pro মোবাইলটিতে আরো কিছু ফিচার দেয়া হয়েছে। ফোনটি অনেক চিকন হবে বলে ধারনা করে হচ্ছে। মোবাইলটির বডি ৮.৫ মিলি মিটার, ওজন মাত্র ২১৮ গ্রাম। তবে ফোনটিতে সাধারণ এয়ারফোনের জন্য কোন পোর্ট থাকবে না। এটির চার্জার পোর্টের সাহায্যে এয়ারফোন ব্যবহার করা যাবে। এছাড়া ফোনটির সেন্সর গুলো হলো: ফিঙ্গার প্রিন্ট (অপটিক্যাল), অ্যাকস্লেলোমিটার,জাইরো, প্রক্সিমিটার,কম্পাস, color spectrum। 

ধারণা করা হচ্ছে আগামী মার্চ মাসে মোবাইলটি বাজারে নিয়ে আসবে Oppo

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

.