Teletalk bornomala || Bornomala sim registration এর প্রক্রিয়া |
Teletalk bornomala || Bornomala sim registration এর প্রক্রিয়া।
Bornomala Sim সম্পর্কে আমরা অনেকে জানি।আজ আমরা দেখবো কিভাবে Bornomala Sim registration করে।
এটি রেজিস্ট্রেশনের দুইটি উপায় আছে।একটি মেসেজ এর মাধ্যমে অন্যটি Online মাধ্যমে।
মেসেজের মাধ্যমে Bornomala sim registration এর প্রক্রিয়া।
যেকোনো টেলিটক সিমের Message অপশনে গিয়ে লিখেন BOR[space]SSC_BOARD(তিন কোড)[space]ROLL[space] PASS_YEAR[space] contact number
এইভাবে আর কিঃ
BOR DIN 643210 2019 0173861******
তারপর 16222 এ পাঠিয়ে দিতে হবে।
Online এর মাধ্যমে Bornomala sim registration এর প্রক্রিয়া।
প্রথমে আপনি নিচের নিংকে যান
তারপর নিচের ছবির মতো একটা পেজ পাবেন।
Teletalk bornomala || Bornomala sim registration এর প্রক্রিয়া |
Name এ আপনার নাম দিন(অবশ্যই ইংরেজিতে সার্টিফিকেটে যেভাবে দেয়া আছে।)
তারপর কোন Board থেকে পাস করছেন সেটা।
তারপর কোন Year এ পাস করছেন সেটা।
তারপর SSC ROLL সেটা।
তারপর Customar Care Option এ গিয়ে আপনার নিকটতম কাস্টমার কেয়ারটি সিলেক্ট করেন।
তারপর আপনার মোবাইল নম্বরটি দিন(এই নম্বরে একটি মেসেজ আসবে তাই ভুল করবেন না)
এবার আবার পুনরায় দিন ওই একই নম্বরটি
এখন আপনার Email টি বসিয়ে দিন।
তারপর verification কোন টি দিয়ে দিন।অর্থাৎ পাসে যে V947**** এই রকম যে কোডটি থাকবে ওইটি পাসের বক্সে বসাতে হবে।
তারপর ছোট ফাকা জায়গাটায় চাপ দিয়ে দিতে হবে এবং Next করতে হবে।
তখন এই রকম একটি মেসেজ আসবে আপনার মোবাইল নম্বরটিতে।
Teletalk bornomala || Bornomala sim registration এর প্রক্রিয়া |
তারপর ওই মেসেজটি আপনি যে কাস্টমার কেয়ার সিলেক্ট করছিলেন ওখানে দেখালেই সিমটি দিয়ে দিবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন