রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

MacBook Pro এর নতুন দুইটি মডেল বাজার এনেছে Apple


MacBook Pro এর নতুন দুইটি মডেল বাজার এনেছে Apple

Apple MacBook Pro এর নতুন দুইটি মডেল বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

মডেল দুইটি হলোঃ ১. Apple MacBook Pro 14"। ২. Apple MacBook Pro 16"

Apple MacBook Pro এর এই মডেল দুইটি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে প্রযুক্তি খাতে রিটেইলার ও অ্যাপল পণ্যের অথরাইজড রিসেলার ‘গ্যাজেট অ্যান্ড গিয়ার’।


MacBook Pro 14" processor:


চিপসেট: MacBook Pro 14" ডিভাইসটিতে রয়েছে Apple M1 pro Chip। ৮ কোর CPU, ৬ কোর পারফর্মেন্স এবং বাকি ২ কোর হচ্ছে efficiency কোর। ১৪ কোর GPU। ১৬ কোর নিউরাল ইঞ্জিন। 200GB/s ম্যামোরি bandwidth।


MacBook Pro 16" processor:

চিপসেট: MacBook Pro 16" ডিভাইসটিতে রয়েছে Apple M1 pro Chip। ১০ কোর CPU, ৮ কোর পারফর্মেন্স এবং বাকি ২ কোর হচ্ছে efficiency কোর। ১৬ কোর GPU। ১৬ কোর নিউরাল ইঞ্জিন। 200GB/s ম্যামোরি bandwidth।


Display features:

Liquid Retina XDR ডিসপ্লে।

14.2-ইঞ্চি (diagonal) Liquid Retina XDR ডিসপ্লে; 3024-by-1964 ডিস্লে রেজুলেশন 254 pixels/ইঞ্চি।


Color

১ বিলিয়ন 

Wide color (P3)


Ram details:

১৬ GB মেমোরি।অতিরিক্ত ৩২ GB ব্যবহার করা যাবে।


Storage

১৪ ইঞ্চি এর জন্য ৫১২ জিবি। ১৬ ইঞ্চি এর জন্য ১০০০ জিবি।


Battery and Power

১১ ঘন্টা ওয়েব ব্রাউজিং, ১৭ ঘন্টা ভিডিও 

প্লেব্যাক।


১৪ ইঞ্চি স্ক্রিনের ম্যাকবুক প্রোর স্থায়ী মেমোরি রমের জায়গার ভিত্তিতে দুটি ভার্সন আছে। ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি রম–সম্পন্ন ভার্সনের দাম ২ লাখ ১৯ হাজার ৯৯০ টাকা। ১৬ জিবি র‌্যাম ও ১ টিবি (টেরাবাইট) রম–সম্পন্ন ভার্সনের দাম ২ লাখ ৬৯ হাজার ৯৯০ টাকা।


১৬ ইঞ্চি স্ক্রিনের ম্যাকবুক প্রোরও রমের জায়গার ভিত্তিতে দুটি ভার্সন আছে। ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি রম–সম্পন্ন ভার্সনের দাম ২ লাখ ৫৯ হাজার ৯৯০ টাকা। ১৬ জিবি র‌্যাম ও ১ টিবি রম–সম্পন্ন ভার্সনের দাম ২ লাখ ৯৫ হাজার ৯৯০ টাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

.