Custom Domain & Hosting Review |
আসসালামুয়াইকুম
আশা করি সবাই ভালো আছেন।আজ কথা বলবো Custom Domain নিয়ে। Custom Domain কি?Custom Domain কিভাবে নেয়?বাংলাদেশ থেকে আমরা কিভাবে Custom Domain নিবো?তো তাহলে শুরু করি।
প্রথম প্রশ্ন হচ্ছে Custom Domain কি?
Custom Domain হচ্ছে সেই সকল Domain যাদের শেষে .com/.net/.net/.org থাকে।এগুলোকে Top Level Domain ও বলা হয়।ধরেন আপনার একটা blogger.com/wordpress.com এ সাইট আছে।ধরেন সাইটির নাম amazonpod।দেখবেন এগুলোর শেষে থাকে
.blogspot.com/wordpress.com।তখন সাইট লিংকটি হবে amazonpod.blogspot.com।এই সাইট গুলোকে বলে subdomain।
তো পরের প্রশ্ন Custom Domain কিভাবে নেয়?
Custom Domain নেয়ার জন্য বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করা হয়।তার মাঝে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে Goddady,Wordpres,Google,Neamcham।বাংলাদেশ থেকেও কেনা যায় এই সকল ওয়েবসাইট থেকে Custom Domain কিন্তু বাংলাদেশ যাদের Master Card/Visa Card নেই তারা কিনতে পারবেন না।
তো তাহলে বাংলাদেশ থেকে কিভাবে নিবো Custom Domaim?
হ্যাঁ ভাই বাংলাদেশ থেকেও নেয়া যায় Custom Domain।বাংলাদেশের কিছু সাইট আছে যারা সাইট দেয়।তাদের আপনি bkash বা rocket এর মাধ্যমে পে বিল করে টাকা পাঠিয়ে আপনি সাইট কিনতে পারবেন।আমি আমার জানা থেকে বলছি cyberdeveloperbd অনেক ভালো সাইট।সাথে এদের হেল্পলাইন অনেক কার্যকর।আর আপনি SSL অর্থাৎ https পাচ্ছেন ফ্রিতে।
পরের পোষ্টে দেখাবো কিভাবে Domain নিবেন এবং https://blogger.com এ লাগাবেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন